১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৩

ফেনীতে বিষাক্ত জেলি মিশ্রিত দেড় মন চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক :

ফেনীতে বিষাক্ত জেলি মিশ্রিত প্রায় দেড় মন চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ফেনী পৌর মাছ বাজারের জননী মাছের আড়ত থেকে এসব চিংড়ি জব্দ করা হয়।

মাছ ব্যবসায়ী শাহ আলম জানান, ওইদিন ফেনী পৌর মাছের আড়তে বিক্রির উদ্দেশ্যে আবদুল মজিদ নামের এক ব্যবসায়ী বিষাক্ত জেলি মিশ্রিত দেড় মন মাছ নিয়ে আসে। বিষয়টি দেখে তিনি সদর উপজেলার ইউএনও মো. মামুনকে অবহিত করেন। পরে ভ্রাম্যমান আদালত জননী মাছের আড়তের ব্যবসায়ী আবদুল মজিদের কাছ দেড় মণ বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করে।

আড়ত মালিককে ৫০ হাজার টাকা জরিমানাও করেন ভ্রাম্যমান আদালত।

ফেনী সদর উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মামুন জেলি মিশ্রিত চিংড়ি জব্দ ও জরিমানা আদায়ের তথ্য নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ৮:২৪ অপরাহ্ণ