খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিকরণ ২য় পর্যায়ের আওতায় ৬ কৃষকের মাঝে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র বিতরণ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৫০% হারে উন্নয়ন সহায়তার মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে এসব খামার যন্ত্র বিতরণ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা কৃষি অফিসের সামনে ৬ কৃষকের হাতে ৩টি ধান কাটার যন্ত্র ও ৩টি ধান মাড়াইয়ের যন্ত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা।
এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিয়াজুর রহমান, সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেটিনা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিকদেশজনতা/ আই সি