১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২১

এবার শাস্তি পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

এবাবের বিপিএলে যেন প্রতিনিয়তই মেজাজ হারাচ্ছেন ক্রিকেটার। একের পর এক শাস্তির খড়গ নেমে আসছে তাই ক্রিকেটারদের উপর। যে তালিকায় আবার সবাই জাতীয় দলের ক্রিকেটার। সাব্বির রহমানকে দিয়ে শুরু। এরপর তামিম ইকবাল ও লিটন দাস একই ম্যাচে শস্তির খড়গে পড়েন। সোমবার সেই তালিকায় যোগ দিলেন সাকিব আল হাসান। আম্পায়ের সিদ্ধান্তে বাজে প্রতিক্রিয়া দেখানোয় এদিন শাস্তি নেমে আসে তার ঘাড়ে।

গতকাল সোমবার ঢাকা ডায়নামাইটসকে ৪ উইকেটে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে ব্যাট করে ১২৮ রান করে ঢাকা। কুমিল্লা শেষ ওভারে ম্যাচটা জিতে নেয় ৪ উইকেটে। এম্যাচে দুই ফিল্ড আম্পায়ার ছিলেন র‌্যানমোর মার্টিনেজ ও মাসুদুর রহমান। ম্যাচ রেফারি ছিলেন সামীউর রহমান। ঘটনাটা কুমিল্লার ব্যাটিংয়ের সময়। ইমরুল কায়েসের বিপক্ষে একটি এলবিডব্লুর জোড়ালো আবেদন করেছিলেন সাকিব। কিন্তু তাতে সাড়া দেননি শ্রীলঙ্কান আম্পায়ার র‌্যানমোর মার্টিনেজ। তাতেই চটে যান সাকিব। দেখান বাজে প্রতিক্রিয়া। ম্যাচ শেষে তাই ম্যাচ রেফারির কাঠগড়ায় দাঁড়াতে হয় বাংলাদেশের টি-টুয়েন্টির অধিনায়ককে। সাকিব দোষ শিকার করে নিয়েছেন। কিন্তু শৃঙ্খলা ভাঙায় শাস্তি থেকে মুক্তি পাননি। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। এছাড়া নামের পাশে তার যোগ হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট।

সাব্বির রহমান, তামিম ইকবাল ও লিটন দাসকেও একই পরিমাণ শস্তি পেতে হয়েছে। ৩টি করে ডিমেরিট পয়েন্ট নামের পাশে যোগ হওয়ায় এখন সতর্ক থেকেই খেলতে হবে তাদের। কেননা কোন ক্রিকেটারের নামের পাশে ৪ টি ডিমেরিট পয়েন্ট যোগ হলে সে পরের ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পান। সাকিব, তামিম, সাব্বির, লিটনরা থাকলেন সেই ঝুঁকিতে। এদিকে সাকিবের মতো জরিমানা গুনতে হয়েছে ঢাকার বিপক্ষে কুমিল্লার জয়ের নায়ক হাসান আলিকেও। মোসাদ্দেক হোসেনকে আউট করার পর বাজে প্রতিক্রিয়া দেখানোয় ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয় তাকে। নামের পাশে ডিমেরিট পয়েন্ট যোগ হয়নি তার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ২:২৫ অপরাহ্ণ