১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৭

বাবার স্মরণে একশো শিশুর অপারেশন করাবেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক:

সাবেক বলিউড বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন প্রয়াত বাবার স্মরণে একশোটি শিশুর অপারেশন করানোর সমস্ত টাকা দেবেন । ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণারাজ রাইয়ের জন্মদিন আজ। বিশেষ এ দিনে বাবাকে স্বরণ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন ঐশ্বরিয়া রাই।

‘স্মাইল ট্রেন ইন্ডিয়া’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই কাজটি করবেন ঐশ্বরিয়া।যেসব শিশুদের ঠোঁট বিকৃত, ঠোঁট কাঁটা বা ফাটা তারাই এই অপারেশনের আওতাভূক্ত হবে। ঐশ্বরিয়া রাই আজ তাঁর মা ও মেয়েকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের শহরতলির এক হাসপাতালে যাবেন। সেখানে ক্লেফ্ট লিপ বা ফাটা ঠোঁটে আক্রান্ত শিশুদের সঙ্গে দেখা করবেন। তাঁদের জীবন যুদ্ধে হেরে না গিয়ে বরং স্বপ্ন সফল করার জন্যে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবেন।

উল্লেখ্য, ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১৭ মার্চ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে মারা যান ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণারাজ রাই। এদিকে, গত নয় বছর ধরে আন্তর্জাতিক ক্লেফ্ট চ্যারিটির সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাশ। সেই চ্যারিটির মাধ্যমেই এমন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছেন দুটি ফিল্মফেয়ার পুরস্কার জেতা নায়িকা।

 

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ১১:৫৫ পূর্বাহ্ণ