১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে ছাত্রলীগ-যুবলীগের হামলা: সাংবাদিকসহ আহত ২০

বরিশাল প্রতিবেদক:

বরিশালের গৌরনদী পৌর সদরের পালরদী গ্রামে সোমবার বিকেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলা চালিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। হামলায় সাংবাদিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৬১ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গৌরনদী উপজেলা সংগঠনের আহত নেতারা গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে উপজেলা ও পৌর ছাত্রদল ও যুবদলের উদ্যোগে সোমবার বিকেলে পালরদীস্থ ফায়ার সার্ভিস সংলগ্ন এক নেতার বাসভবনে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হয়। বিকেল ৫টা দিকে গৌরনদী উপজেলা ও পৌর ছাত্রলীগ এবং যুবলীগের প্রায় শতাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে এতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের। হামলায় সংবাদকর্মী ফারুক হোসেনও আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৬১ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৭ ৯:৪৯ পূর্বাহ্ণ