স্পোর্টস ডেস্ক:
চুক্তির অনেকটা সময় বাকি থাকতেই বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন চান্দিকা হাথুরুসিংহে। তার পদত্যাগের পর দলের নতুন কোচ নিয়োগ নিয়ে চলছে আলোচনা-বিশ্লেষণ। সূত্র মতে, আবারও উপমহাদেশের বিদেশি কোনো হেভিওয়েট কোচকেই জাতীয় দলের দায়িত্ব দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেক্ষেত্রে বিসিবি সময় নেবে দুই মাসের মতো।
তবে, আগামী মাসের শেষের দিকেই যেহেতু পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশে আসছে, সেই সময় বিদেশি কাউকে চূড়ান্ত করতে না পারলে অন্তবর্তীকালীন সেই দায়িত্ব পালন করার দৌড়ে এগিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেমস ডেভেলপমেন্টের প্রধান, সাবেক সহকারী কোচ, ঢাকা ডায়নামাইটস কোচ ও টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
সোমবার সন্ধায় মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, “পরবর্তী সিরিজ শুরু হওয়ার আগে যদি আমরা কোনো বাইরের কোচ না আনি বা ফাইনাল করতে না পারি তাহলে অবশ্যই আমাদের দেশি কেউ কোচ হবেন। এখানে খালেদ মাহমুদ আছে। তার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তার উপরেই দায়িত্ব দেয়া হবে।”
অবশ্য সাবেক এই তারকা ক্রিকেটার সুজন আগেই জানিয়েছিলেন, “অন্তর্বর্তীকালীন কোচের বিষয়টা বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড অবশ্যই বিদেশি কোচের কথা ভাবছে। যদি এমন কিছু হয় প্রয়োজনে আমাকে কাজ করতে হবে তো আমি প্রস্তুত। বাংলাদেশ ক্রিকেটের জন্য আগেও আমি অনেক কাজ করেছি। এটা আমার প্যাশন। কোচ হিসেবে আমার অভিজ্ঞতাটা অনেক। তারপরও যদি সুযোগ আসে অবশ্যই চিন্তা করার ব্যাপার থাকবে।”
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে লম্বা সময় ধরে এজ গ্রুপে কোচিংয়ের অতীত আছে সুজনের। আছে বাংলাদেশ জাতীয় দলে সহকারী কোচের অভিজ্ঞতা। ক্লাব ক্রিকেটে কোচ হিসেবে তার সাফল্য অসাধারন। তার প্রশিক্ষনের ঢাকা প্রিমিয়ার ডিভিশনে আবাহনী ২ বার ট্রফি জিতেছে (২০১০ ও ২০১৬)। লম্বা সময় ধরে হেড কোচ জেমি সিডন্সের ডেপুটি ছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর