১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

প্রশ্ন ফাঁস : ঢামেকের দুই নার্স রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র দুই নার্সকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এ আদেশ আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, রিমান্ডে নেওয়া দুই নার্স হলেন মো. আরিফুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।

আনিসুর রহমান জানান, গত ১৭ নভেম্বর আসামি দুজনকে সিএমএম আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। ওই দিন তাঁদের কারাগারে প্রেরণ করে আজ রিমান্ড শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়।

গত ১৬ নভেম্বর ঢাকার মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (উত্তর) মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের বিশেষ দল এ দুজনকে রাজধানীর শাহবাগের স্মৃতি চিরন্তনের পূর্বপাশ থেকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৭ ৭:৫৭ অপরাহ্ণ