১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

এক মোটরসাইকেলে ৫৮ জনের সফর!

আন্তর্জাতিক ডেস্ক:

একটি মোটরসাইকেলে ৫৮জন! অবাক হচ্ছেন? কিন্তু এমনটাই ঘটেছে৷ তাও আবার সেই সওয়ারীরা হলো ৫৮ জন ভারতীয় সেনা৷ ভারতীয় সেনাবাহিনীর সার্ভিস কর্পসেনর টর্নেডো টিম-এর ৫৮ জন জওয়ান একটি ৫০০ সিসি রয়্যাল এনফিল্ড ক্লাসিক বুলেটে একসঙ্গে চেপে ১২০০ মিটার সফর করে রোববার বিশ্ব রেকর্ড করে৷ এর মাধ্যমে ২০১০ সালের রেকর্ড ভেঙে দিলো তারা৷ ২০১০ সালে ৫৬ জন সওয়ারী ছিল৷

কলকাতা২৪ এর খবরে বলা হয়েছে, রোববার মেজর বানি শর্মার নেতৃত্বে এই সফর শুরু হয়৷ মোটরসাইকেল চালকের আসনে ছিলেন সুবেদার রামপাল যাদব৷ টর্নেডো টিম-এর ১৯টি বিশ্ব রেকর্ড এবং রাষ্ট্রীয় রেকর্ড এর আগে থেকেই রয়েছে৷ এই টিমে মোট ৩৯ সদস্য রয়েছে৷ ২ কমিশনড অফিসার, ২ জেসিও এবং ৩৫ অন্য জওয়ান রয়েছে৷ এই টিম এখনো পর্যন্ত মোট ১০০০টি শো করেছে৷

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৭ ১:৩৪ অপরাহ্ণ