১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৭

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ৩ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছেন। কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কের পাতাড়ি মসজিদ এলাকায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নিলুর খামার এলাকার মোতালেব ও সুজন এবং মাছুর খামার এলাকার সোহেল।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আফজালুল ইসলাম জানান, সকালে নিলুর খামার থেকে মোটরসাইকেলে তিনজন নাগেশ্বরী যাচ্ছিলেন। পথে পাতাড়ি মসজিদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছে ধাক্কা লাগে। এতে তিনজন ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৭ ১২:৩৭ অপরাহ্ণ