আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় খাবার আনতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৫ জন অনাহারী নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত আরও অন্তত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর ইরাউরিয়া প্রদেশের বোলালাম শহরে দরিদ্রদের জন্য বিতরণ করা খাবার নিতে গিয়ে গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে। দেশটির একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে ক্ষুধার্ত মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হচ্ছিল।
আলজাজিরা টেলিভিশনের খবরে বলা হয়, হতাহত নারীদের বেশিরভাগেরই বয়স চল্লিশের ওপরে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় হতাহতদের সর্বোচ্চ সাহায্যের নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ মুহাম্মদ। এ ছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি