নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পারভিন আক্তার মিলি (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বিকেলে অর্জুনতলা ইউনিয়নের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী পারভিন আক্তার মিলি সেনবাগ পৌরসভার ৭নং ওয়ার্ডের বিন্নাগনি গ্রামের মৃত মোকলেছুর রহমানের মেয়ে। সে সেনবাগ এমএম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।
এমএম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক ওয়াজি উল্যা জানান, মিলি রোববার বিকেলে স্কুল থেকে গ্রামের বাড়ি যাচ্ছিল। অর্জুনতলার আমতলী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত। পরে স্কুলের অপর শিক্ষার্থী ও আশপাশের লোকজন তাকে দ্রত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করেছে। এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিকদেশজনতা/ আই সি