স্পোর্টস ডেস্ক:
এ বছরই আফগানরা টেস্ট স্ট্যাটাস পেয়েছে। এবার আফগানিস্তানের ক্রিকেটে যোগ হলো আরেকটি বড় অর্জন। পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে আফগান যুবারা।
কুয়ালালামপুরে রোববার ফাইনালে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৫৭ রানে অলআউট করেছিল তারা। ফাইনালেও ৬৩ রানে গুটিয়ে দিয়ে ১৮৫ রানের বিশাল জয় পেয়েছে আফগান যুবারা।
২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে পাকিস্তানের যুবারা। আফগান অফ স্পিনার মুজিব জাদরান ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারেই বোল্ড করেন উমর ইউসুফকে। নিজের পরের ওভারে এসে আরেক ওপেনার মোহাম্মদ আরিফকেও ফিরিয়ে দেন ১৬ বছর বয়সি অফ স্পিনার। মুজিব মাত্র ১৩ রান দিয়ে নেন ৫ উইকেট। মোট ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মুজিব।
শুরুর ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২২.১ ওভারে ৬৩ রানেই অলআউট হয়ে যায় তারা। মোহাম্মদ তাহা (১৯) ও অধিনায়ক হাসান খান (১০) ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউই!
ফাইনালে ম্যাচসেরার পুরস্কারটা পেয়েছেন ইকরাম আলী খাঁ। দারুণ এক সেঞ্চুরি করে আফগানিস্তানের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনিই। তার অপরাজিত ১০৭ রানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রানের পুঁজি পেয়েছিল আফগানিস্তান। দুই ওপেনার রহমতউল্লাহ ৪০ ও ইব্রাহিম জাদরান করেন ৩৬ রান।
পরে মুজিবের দুর্দান্ত বোলিংয়ে ইতিহাস গড়ল আফগান যুবারা।
দৈনিক দেশজনতা /এন আর