১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

লাইন অব কন্ট্রোলে অস্ত্রবিরতি ভঙ্গ করেছে ভারত

দেশ জনতা ডেস্ক:

সীমান্তের লাইন অব কন্ট্রোলে অস্ত্রবিরতি ভঙ্গ করেছে ভারত এবং এ বিষয়ে উভয় দেশে থাকা জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দলকে জানানো হয়েছে বলে দাবি করে পাকিস্তানের সামরিক বাহিনী। ডন জানায়, গত বুধবার এ দলকে জানানো হয় যে ভারত অস্ত্রবিরতি ভঙ্গ করে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা করছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণসংযোগ বিভাগ ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানায়, জাতিসংঘের পর্যবেক্ষক দলকে প্রধান দপ্তরে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা যেন ১০, ১৩ ও ১৬ মেতে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রবিরতি ভঙ্গ করা এবং বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলার জন্য প্রতিবাদ করে।

তারা আরো জানায়, জম্মু কাশ্মীরের পাকিস্তানি গ্রাম সাবজকোট, বারোহ, তান্দার, খুইরাত্তা, কোট কট্টেরা ও কারেলাতে স্মল, অটোমেটিক, হেভি ক্যালিবার অস্ত্র, হেভি মর্টার ও ফিল্ড আর্টিলারি ব্যবহার করে ভারতীয় সেনারা।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক মঙ্গলবার এ বিষয়ে জানান, অ্যান্তোনিও গুতেরেসে পরিস্থিতি দেখছেন এবং উভয়পক্ষকে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খোঁজার জন্য বারবার বলছেন।

দেশ জনতা/এন এইচ

প্রকাশ :মে ১৮, ২০১৭ ১২:৩৮ অপরাহ্ণ