২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২৫

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা ও গাজীপুর ইউনিয়নের  ধনুয়া গ্রামে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে শনিবার রাতে কারখানা শ্রমিক ও এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শ্রীপুর থানা পুলিশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে উভয় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মহসিন মিয়া নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, শনিবার রাত পৌনে ৮ টার দিকে উপজেলার ধনুয়া নতুন বাজার এলাকায় ব্যাডমিন্টন খেলার জন্য অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই এলাকার মুহাম্মদ আরফান আলীর ছেলে রাজীব আহম্মেদ নামের একজন গুরুতর আহত হয়। প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতাল পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতারে নেয়ার পথে তিনি মারা যান। নিহত রাজীবের তেলিহাটি উচ্চ বিদ্যালয় হতে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। এ বিষয়ে পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

অপরদিকে শ্রীপুর থানার উপ-পরিদর্শক আশরাফুল্লাহ্ জানান,  পৌর এলাকার বহেরারচালা গ্রামের এক্স সিরামিকস কারখানার ঠিকাদার সাইদুর রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক আমজাদ হোসেন কারখানায় কাজ করার সময় শনিবার দুপুরের দিকে  বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় আমজাদ হোসেন। নিহত আমজাদ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সিদলা গ্রামের দেওয়ান আলী ছেলে। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ৩:২৮ অপরাহ্ণ