১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

বেইজিংয়ে ভবনে অগ্নিকাণ্ড ঘটনায় ১৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের রাজধানী বেইজিংয়ের একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৯ জন নিহত ও কমপক্ষে আরও ৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের দেক্সিং জেলার শিনজিয়ান গ্রামের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর রাত নয়টায় আগুন নেভাতে সক্ষম হন। তবে ঠিক কি কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো সে ব্যাপারে প্রতিবেদনে কিছুই বলা হয়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় পুলিশ কয়েকজনকে আটক করেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ২:৪৪ অপরাহ্ণ