১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

নাঈমকে আদালতে হাজির করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে রেইন ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বুধবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মুন্সীগঞ্জের লৌহজং থেকে নাঈমকে গ্রেফতার করে। এর আগে আলোচিত এ মামলায় গ্রেফতার হয়েছেন, আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী। এরা সবাই বনানী ধর্ষণ মামলায় বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে রয়েছেন।

দৈনিক দেশজনতা/এমএইচ
প্রকাশ :মে ১৮, ২০১৭ ১১:৫৭ পূর্বাহ্ণ