১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৫

বিপিএলে শীর্ষে ঢাকা, দ্বিতীয় কুমিল্লা

স্পোর্টস ডেস্ক:

রংপুর রাইডার্সের বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট তালিকায় দুই ধাপ এগিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা জয়ে নয় পয়েন্ট নিয়ে ঢাকা ডায়নামাইটস আছে প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়া কুমিল্লার পয়েন্ট আট। দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্স।

টানা জয়ের পর টানা হারছে নাসির-সাব্বিরদের সিলেট সিক্সার্স। সাত পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে দলটি। পঞ্চম স্থানে ড্যারেন স্যামি-মুশফিকুর রহিমদের নিয়ে গড়া রাজশাহী কিংস। ছয় ম্যাচ খেলে মাত্র একটি জয় নিয়ে ষষ্ঠ স্থানে চিটাগং ভাইকিংস। ২ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে অবস্থান করছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ১১:২১ পূর্বাহ্ণ