১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে যাত্রীবাহী বাস ও সবজি বোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বগুড়া যাচ্ছিলো। বাসটি মুলিবাড়ি এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচরে যায় এবং ট্রাকটি খাদে পড়ে গেলে ১০ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুত্বর।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ১১:১১ পূর্বাহ্ণ