১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

৩ বছরে ৬০টি পরমাণু বোমা তৈরির ক্ষমতা রয়েছে কিমের

 

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন নৌ সেনার যে কোন রকম হামলার জবাবে কিম জংয়ের একটি নির্দেশে দুনিয়া জুড়ে ঘটতে পারে পর পর পরমাণু বিস্ফোরণ৷উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্রের ভাণ্ডার প্রস্তুত রেখেছে ৷ প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারে তারা ৷ আগামী তিন বছরের মধ্যে অন্তত ৬০টি পরমাণু বোমা তৈরির ক্ষমতা রাখেন কিম জং উন ৷ এমনই চাঞ্চল্যকর গবেষণা রিপোর্ট দিয়েছে সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ৷ এই মার্কিন প্রতিষ্ঠানের রিপোর্ট পেয়েই নড়েচড়ে বসেছেন পেন্টাগনের সেনা কর্তারা ৷
গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ১৯৯৯ সালের হিসেব অনুসারে মার্কিন প্রতিরক্ষা গবেষকরা ধারণা করতেন, পিয়ংইয়ংয়ের হাতে মাত্র দুটি পরমাণু বোমা রয়েছে। সেটা বেড়ে ২০২০ সালের মধ্যে ১০টি হতে পারে ৷ সেই হিসেব উল্টে যাচ্ছে৷বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে গবেষকরা দেখছেন পরমাণু কর্মসূচিতে ব্যাপক অগ্রগতি ঘটিয়েছে উত্তর কোরিয়া৷ দেশটির প্রাকৃতিক সম্পদ পরমাণু বোমা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে৷যেহেতু পিয়ংইয়ং আন্তর্জাতিক পরমাণু কর্মসূচি মেনে চলে না তাই তারা পারমাণবিক শক্তি বাড়িয়েই গেছে ৷

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৯, ২০১৭ ১০:৫৮ পূর্বাহ্ণ