১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৬

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার। গত ১৪ নভেম্বর দুর্নীতি সংশ্লিষ্ট অভিযোগে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় দারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আদালত অ জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।

বর্তমানে হৃদরোগের চিকিৎসার জন্য লন্ডনে আছেন ইশাক দার। তিনি পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। পাকিস্তানের দুর্নীতি দমন কর্তৃপক্ষ ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরো গত ২৮ জুলাই পানামা পেপার্স সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দারের বিরুদ্ধে তার আয়ের উৎসের তুলনায় বেশি সম্পদ থাকায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাকিস্তান, আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রে তার মালিকানাধীন কোটি কোটি ডলারের সম্পদ রয়েছে যা কর কর্তৃপক্ষের কাছে জানানো হয়নি।

পাকিস্তানের জিও নিউজ শনিবার জানিয়েছে, ইশাক দার তার পদত্যাগপত্র চলতি সপ্তাহে প্রধানমন্ত্রীর শহীদ খাকান আব্বাসীর কাছে পাঠিয়েছেন। আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মুসাদিক মালিক। তিনি বলেন, অর্থমন্ত্রী ইশাক দারের অসুস্থতার প্রেক্ষিতে মন্ত্রিপরিষদের নিয়মানুযায়ী এটি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর অধীনে চলে এসেছে। তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত ব্রিফিং নিয়মিত গ্রহণ করছেন। হিন্দুস্তান টাইমস

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ৬:২০ অপরাহ্ণ