১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

বাঞ্ছারামপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা সভা

আশিকুর রহমান  বাঞ্ছারামপুর (প্রতিনিধি):

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ৬নং ছয়ফুল্লাকান্দি ছয়ফুল্লাকান্দি ইউনিয়নর ভেলানগর গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত ভেলানগর প্রবাসী কল্যাণ সংগঠণ এর আয়োজনে ভেলানগর তালতুলি বাজারে দেশকে ভালবাসুন মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদকে না বলুন
অস্ত্র ছাড় কলম ধর, মাদক, সন্ত্রাস, জঙ্গি মুক্ত সমাজ গড়, এই শ্লোগানকে সামনে রেখে মাদক ও সন্ত্রাস, জঙ্গিবাদ বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রুপসদি বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মাসুদ রানা সাহেবের সঞ্চালানায় ও জনাব ফরিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেলানগর গ্রামের কৃতি সন্তান হাজী এম এ মান্নান সরকার সাহেবের ছোট ছেলে বৃটিশ নাগরিক লন্ডন প্রবাসী জনাব আব্দুস সালাম সরকার। এসময় প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুস সালাম সরকার বলেন আমারা প্রবাসে থাকি ঠিকই কিন্তু আমাদের মন পরে থাকে এই বাংলাদেশে। যখন শুনি আমার গ্রামের কোন ভাই, বোন কষ্টে আছে তখন আমার মনেও সেই কষ্টের দাগ কাটে, আজ আমি আনন্দিত যে আমদের গ্রামের প্রবাসীরা এক হয়ে কাজ করছে। সমাজের জন্য গরিবের জন্য অসহায় মানুষের জন্য,মাদক সন্ত্রাসের বিরুদ্ধে। এই সময় তিনি বলেন আমি দেশে এসে বর্তমান দুই নং ওয়ার্ড মেম্বার ও এলাকার মুরুব্বিদের কাছে জানতে পারলাম আমাদের গ্রামে কোন মাদক ব্যাবসায়ি নাই। আর মাদক সেবন কারিও নাই বললে চলে, আমি মনে করি ভেলানগর প্রবাসী কল্যাণ সংগঠণ যে সভার আয়োজন করেছে। তাদের মতো করে যদি প্রতিটি পরিবার তাদের সন্তানদের উপদেশ দেয় একটু খেয়াল রাখে সন্তানের প্রতি এই গ্রামে কোন মাদক নামের কোন বস্তুর নাম থাকবে না। তাই আমাদের সবাই কে সচেতন হতে হবে, দেখতে হবে আপনার ছেলে কি করছে। কোথায় যাচ্ছে, তার বন্ধু কারা, সবাই মাদক সেবিদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করুন। দেখবেন যারা মাদক সেবন করে তারা তাদের কোন বন্ধু না পেলে ঠিকই ওরা মাদক ছেড়ে ভাল পথে ফিরে আসবে।
আমি আশা করি যারা দেশে আছেন গ্রামে বসবাস করেন তারাও এই সংগঠনের জন্য কাজ করবেন। আমিও আমার সব রকম সহযোগিতা করবো এই সংগঠনের জন্য গ্রামের উন্নয়নের জন্য। আমরা সবাই এক সাথে কাজ করি তবে এই গ্রামে একজন গরিব অসহায় মানুষ থাকবে না।”মানুষ মানুষের জন্য” এই মন মানষিকতা নিয়ে এগিয়ে যাই।
আলোচনা সভার বিষেশ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড মেম্বার অরুন মিয়া সরকার, ছয়ফুল্লাকান্দি ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক। হুমায়ুন কবির মেম্বার, নয়ন মাষ্টার, আবু বাক্কার সরকার,  সেন্টু মিয়া, সালাম মিয়া, মফিছ সরকার, মুসলেম সরকার, শাহিন, দ্বিন ইসলাম,  সংগঠনের যোগাযোগ। সম্পাদক জুয়েল সরকার, সংগঠনের ছাত্র সমাজের সম্পাদক মহিউদ্দিন ও আদনান শামীম প্রমূখ।
আলোচনা সভা শেষে জনাব আব্দুস সালাম সরকার এর হাতে আজীবন সদস্য সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন।
উপস্থিত অতিথিরা
এসময় প্রবাস থেকে ভিডিও কনফারেন্সে সংগঠনের সভাপতি এম এম বুলবুল সহ সভাপতি কাউছার আহমেদ সরকার। সাধারণ সম্পাদক ডাঃএ.এস কাউছার, সহ-সভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল। সুজন কবির ,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সরকার নাঈম,এস.এম,অপু, এবং  সালেহ ফয়সাল সহ সংগঠন এর সকল সদস্যরা এই অনুষ্ঠানে যোগদান করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ৬:০৮ অপরাহ্ণ