২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১০

শীতের হাওয়া সবজির বাজারে তবে…

নিজস্ব প্রতিবেদক:

‘আমি দিনে আনি দিনে খাই, কয় টাকা আর পাই! এত দামের তরকারি, চাইল, তেল কিনতে যে টাকা দরকার তা কামাইতে গেলে শইলডায় আর কিছু থাকে না। কিন্তু পরিবার আছে তো।’ বলছিলেন রামপুরা এলাকার ভ্যানচালক আসলাম।

চাল থেকে শাকসবজিসহ বিভিন্ন পণ্যের গরম দামে নাভিশ্বাস ওঠানো বর্ষা-শরৎ শেষে শীতের আগমনীতে একটু স্বস্তি আশা করেছিল ক্রেতারা। এরই মধ্যে বাজারে আসছে বিভিন্ন শীতের সবজি। সপ্তাহের ব্যবধানে ধাপে ধাপে শীতকালীন সবজির দাম কমবে বলে ধারণা করা হলেও ক্রেতারা বেশি দামেই কিনতে বাধ্য হচ্ছেন এখনো।

তবে সাম্প্রতিক সময়ে আকাশ ছুঁয়েছিল যেসব পণ্যের দাম, তা কিছুটা কমেছে। তা-ও আগের দামের চেয়ে এখনো অনেক বেশি ওপরে অবস্থান করছে। ঝাঁজ বাড়িয়ে গত মাস দেড়েক আকাশচুম্বি চড়া পেঁয়াজের দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। ৯০ টাকা থেকে নেমে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়।

কিছুটা দাম কমেছে শখের ইলিশের। শীতের সবজির অন্যতম সিমের দামও কমেছে অনেকটা। মাস খনেকের মধ্যেই সব ধরনের শীতকালীন পণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে এসে যাবে বলে মনে করেন রাজধানীর কারওয়ান বাজার ও রামপুরা বাজারের খুচরা সবজি বিক্রেতারা।

চালের দাম কিছুটা কমলেও বৈশাখের নতুন চাল ওঠার আগে পর্যন্ত আর কোনো স্বস্তির আশা নেই বলছেন ব্যবসায়ীরা। রামপুরার চালের বিক্রেতারা খুচরা বাজারে বর্তমানে মোটা চাল ৪০-৪২ টাকা, পাইজাম ৪২-৪৪ টাকা, আঠাশ ৫০-৫২ টাকা ও মিনিকেট জাতভেদে ৬০-৭০ টাকার ওপরে। এদিকে পোলাও চালও বিক্রি হচ্ছে ৯০-১১০ টাকায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৮, ২০১৭ ৩:৩৭ অপরাহ্ণ