আন্তর্জাতিক ডেস্ক:
শক্তিশালী ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। স্থানীয় সময় শনিবার ভোর ৬টা ৩৪ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তিব্বতের নাইংচি এলাকায়। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বলে চীন ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের (সিইনসি) বরাত দিয়ে জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া। ওই ভূমিকম্পের পরই সকাল সাড়ে আটটায় তিব্বতে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার গভীরে উৎপন্ন ভূমিকম্পটি ছিল পাঁচ মাত্রার ছিল। দুটি ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।
দৈনিক দেশজনতা /এমএইচ