১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

জামায়াতের আমীরসহ আটক ১৩

নারায়ণগঞ্জ প্রতিবেদক:

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় বৈঠক চলাকালে মহানগর জামায়াতে ইসলামীর আমীরসহ ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।আজ শুক্রবার দুপুর ১টার দিকে হাজীগঞ্জ পেপার মিলের সামনের  বাসা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- মহানগর জামায়াতে ইসলামীর আমীর মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জামায়াত নেতা সাইফুদ্দিন, সদস্য সাহাবুদ্দিন, বশিরুল হক, এস এম নাসিরউদ্দিন, হাই তালুকদার, অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, জামালউদ্দিন, কফিলউদ্দিন, জাকির হোসেন, শহিদ ও জাকির হোসেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনর্চাজ (অপারেশন) মজিবর রহমান জানান, নেতা-কর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মহানগর জামায়াতের আমীরের বাসায় অভিযান চালায়। এ সময় আমীর মঈনুদ্দিনসহ ১৩ নেতা-কর্মীকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৭ ৭:২৭ অপরাহ্ণ