২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫৮

টাঙ্গাইলে নানা কর্মসূচিতে মওলানা ভাসানীকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক :

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ (শুক্রবার)।এ উপলক্ষে টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

দিবসটি উপলক্ষে দেশ-বিদেশ হতে আগত মওলানা ভাসানী ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সন্তোষের ভাসানী মাজার প্রাঙ্গণ।

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন সকাল সাড়ে সাতটায় মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাসানী প্রতিষ্ঠিত সংগঠন খোদা-ই-খেদমতগার, ভাসানী স্মৃতি সংসদ, ভাসানী ফাউন্ডেশন, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, জাসদ, ওয়াকার্সপার্টি, ন্যাপ ভাসানী, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ মাজারে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করেন।

ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে টাঙ্গাইলের সন্তোষে সর্বস্তরের মানুষের ঢল নামে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৭ ২:২২ অপরাহ্ণ