১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

নরসিংদীতে শিল্প-সংস্কৃতিতে ১০ জনকে সম্মাননা

শিল্প ও সাহিত্য ডেস্ব:

নরসিংদী জেলায় শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ১০ গুণীজনকে সম্মাননা প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমি।  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘গুণীজন সম্মাননা ২০১৬-২০১৭’ অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদ ও ১০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।

২০১৬ সালের সম্মাননা প্রাপ্তরা হলেন– কণ্ঠশিল্পী হুমায়ুন ফকির, যন্ত্র সংগীতে ফকির পিয়ার হোসেন, চারুকলায় শ্রী দিলীপ কর্মকার, নাট্যকলায় মো. শাহ আলম মিয়া ও যাত্রাশিল্পী মো. আব্দুল মজিদ।

২০১৭ সালের সম্মাননা প্রাপ্তরা হলেন– কণ্ঠশিল্পী মতিউর রহমান চৌধুরী, আবৃত্তিতে জহিরুল ইসলাম মৃধা, যাত্রায় মোছলেহ উদ্দিন বাচ্চু, চারুকলায় বিদ্যুত ভৌমিক ও নৃত্যকলায় মিনাক্ষী দাস।

এ উপলক্ষে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর নরসিংদীর উপপরিচালক মো. লতাফত হোসেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সূর্য্য কান্ত দাস, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোরশেদ শাহরিয়ার ও জেলা কালচারাল অফিসার শাহেলা খাতুন।

গুণীজন সম্মাননা প্রদানের পর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, নৃত্য ও যাত্রাপালা পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীরা। এর আগে অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৭ ১২:০৯ অপরাহ্ণ