২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩৭

বেরোবিতে বিতর্ক উৎসব শনিবার

নিজস্ব প্রতিবেদক :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘এগিয়ে যাওয়ার সাহসী উচ্চারণ’ স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা) এর উদ্যোগে ‘দৈনিক বায়ান্নর আলো ক্যারিয়ার প্ল্যানিং ও আন্তঃবিভাগ বিতর্ক উৎসব-২০১৭’ আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে ১৮ নভেম্বর (শনিবার) বেলা ১১টায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা) সভাপতি রক্তিম মিলন বলেন, ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ক্যারিয়ার বিষয়ক কর্মশালা এবং ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত গুণীজন সম্মাননা প্রদান করা হবে। বিতর্ক অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল পর্ব দৈনিক বায়ান্নর আলো কর্যালয়ে অনুষ্ঠিত হবে।

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৭ ১১:৫৫ পূর্বাহ্ণ