১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

ভাষাসংগ্রামী তকীয়ূল্লাহ আর নেই

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে ভাষাসংগ্রামী কমরেড মুহম্মদ তকীয়ূল্লাহ আর নেই। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তকীয়ূল্লাহর মৃত্যু হয়।

সিপিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমরেড তকীয়ূল্লাহর বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কয়েকদিন ধরে তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিপিবির কেন্দ্রীয় কমিটি।

কমরেড তকীয়ূল্লাহর লাশ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হবে। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে নীলক্ষেতের বাবুপুরায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৭ ৫:২১ অপরাহ্ণ