২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৩

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক আটক

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে দেড় হাজার পিস ইয়াবাসহ এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তার নাম মো. সোহেল (২২)। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। সোহেল কক্সবাজারের উখিয়া উপজেলার সেকান্দার পাড়ার পাগলিরবিল এলাকার মুজিবুর রহমানের ছেলে। বাকলিয়া থানার ডিউট অফিসার এসআই দিলদার হোসেন জানান, কক্সবাজার থেকে আসা নগরমুখী একটি গাড়ি থেকে নেমে সোহেল সন্দেহজনকভাবে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাকে তল্লাশি করলে তার কাছে দেড় হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ ওই যুবককে থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে এসআই জানান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৭ ৩:০২ অপরাহ্ণ