১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৬

রাশিয়ায় হুমকির মুখে পড়ছে মার্কিন মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ায় হুমকির মুখে পড়তে যাচ্ছে মার্কিন মিডিয়া। গতকাল বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে একটি নতুন প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, যেসব গণমাধ্যম বিদেশি অর্থে পরিচালিত হবে তারা একটি বিদেশি এজেন্ট হিসেবে গণ্য হবে। এই প্রস্তাব এখন উচ্চকক্ষে যাবে। এরপর প্রেসিডেন্ট পুতিন তাতে স্বাক্ষর করবেন। এতে মার্কিন মিডিয়া ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি মার্কিন বিচার বিভাগ একটি আইন করে যাতে রাশিয়ার টেলিভিশন নেটওয়ার্ক আরটিকে ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট এর অধীনে অন্তর্ভুক্ত হতে হয়। এরপর প্রেসিডেন্ট পুতিনসহ অন্যান্য রুশ কর্মকর্তারা এর পাল্টা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন। খবর সিএনএন
দৈনিক দেশজনতা / আই সি
প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৭ ২:৪১ অপরাহ্ণ