১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৭

নাইজেরিয়ায় নামাজরতদের ওপর বোমা হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে মাইদুগুরি শহরের মুনা এলাকায় চালানো এসব হামলায় আরো বহু মানুষ আহত হয়েছেন। খবর বিবিসির।
রাজ্যের জরুরি বিভাগের কর্মকর্তা বেল্লো ডামাবাত্তা জানিয়েছেন,স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নামাজরত একদল লোককে লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি ঘটানো হলে সাত জন নিহত হন। আরেক হামলাকারী একটি বাড়ির ভিতরে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং অপর দুজন তাদের লক্ষ্যের কাছে পৌঁছানোর আগেই বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয়। এতে পর্যন্ত ১০ জন নিহত এবং প্রায় ৩০ জনের আহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।
এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু জঙ্গিগোষ্ঠী বোকো হারাম মাইদুগুরিতে এ ধরনের বহু হামলা চালিয়েছে। সেসব হামলার অনেকগুলোতেই নারী আত্মঘাতী বোমারুদের ব্যবহার করা হয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে লড়াই চালিয়ে আসছে জঙ্গিগোষ্ঠীটি।

প্রকাশ :নভেম্বর ১৬, ২০১৭ ১:৪৭ অপরাহ্ণ