শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
আমি ও আমার অফিস দুনীতি মুক্ত এটি প্রত্যেকটি অফিসের সামনে টানাতে হবে,প্রত্যেকটি অফিসের কর্মকর্তাকে মোবাইলে জনগনকে সেবা দিতে হবে,অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সাথে রাখতে হবে,তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম বোর্ডে টানিয়ে রাখতে হবে এ সব কথা গুলো বলছিলেন বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন,দুদক খুলনা ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে মুক্ত মঞ্চে দুদকের গণশুনানী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার ড.নাসির উদ্দীন আহম্মেদ।
তিনি বলেন কোন সরকারী কর্মকর্তা জনসাধারণের সাথে খারাপ আচরণ করতে পারবেননা,সকল অফিসের সেবার তথ্য ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্রে পেীছাতে হবে। অভিযোগকারী সহ জনসাধারণের উদ্দেশ্যে বলেন সকল অভিযোগ নিয়ম অনুযায়ী সমাধান হবে। তিনি সকলকে তথ্য দিয়ে দুদককে শক্তিশালি করার ও ক্ষুদা দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার আহব্বান জানান।
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক পরিচালক মোঃ মনিরুজ্জামান,দুদক খুলনার উপ-পরিচালক আবুল হোসেন,শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান,উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশেক ই এলাহী প্রমুখ। গণশুনানীতে মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। অনুষ্টানে উপজেলা ভূমি অফিস,সাবরেজিঃ অফিস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা জরিপ অফিস,উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস ,উপজেলা সমাজসেবা অফিস,পল্লী বিদ্যুৎ অফিস সহ অন্যান্য কয়েকটি অফিসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ অভিযোগকারীর উপস্থিতিতে শুনানী করা হয়। গণশুনানীতে সকল সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ,ইউপি চেয়ারম্যানবৃন্দ,সাংবাদিকবৃন্দ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর