আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় আংশিক অনুমোদন দিয়েছে আদালত। গত সোমবার দেশটির অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার আপিল আদালত এই অনুমোদন দেয়। আদালত বলেছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ছয়টি মুসলিম দেশের নাগরিকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে কারো যদি পারিবারিক সম্পর্ক না থাকে তাহলে তারা আসতে পারবেন না। সানফ্রান্সিসকো ভিত্তিক নবম সার্কিট আপিল কোর্ট নিম্ন আদালতের আদেশ খারিজ করে কিছু অংশ বহাল রাখে।
এর ফলে কিছু ক্ষেত্রে ট্রাম্পের তৃতীয় দফার নিষেধাজ্ঞা কার্যকর হবে। ছয়টি দেশ হলো- সিরিয়া, ইরান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া এবং চাদ।
দৈনিকদেশজনতা/ আই সি