১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার বালিয়াঘাট্টা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবদুল করিম (৩৫) ও তার স্ত্রী শারমিন আক্তার (৩০)। উপজেলার নারায়নপুর গ্রামে তাদের বাড়ি।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর রহমান মুন্সি বলেন, দুপুর দেড়টার দিকে বালিয়াঘাট্টা এলাকায় একটি ট্রাক ও একটি ভটভটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুল করিম। আর এক শিশু আহত চারজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিহত করিমের স্ত্রী শারমিনকেও মৃত ঘোষণা করেন। ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি খাদে পড়ে যায়। সেটি জব্দ করে থানায় নেয়া হবে। তবে ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশও স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৭ ৩:৫৩ অপরাহ্ণ