১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফরিদ হোসেন ওরফে শরীফ (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় শরীফসহ কয়েক বাংলাদেশি গরু আনতে ওই সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলে ফরিদ নিহত হন। পরে তার লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যায়।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মেহেদী হাসান জানান, লাশ ফেরতসহ এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে আজ বুধবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১৫, ২০১৭ ২:০৭ অপরাহ্ণ