স্পোর্টস ডেস্ক:
শীঘ্রই ঢাকা আসছেন জাতীয় দলের সদ্য ‘সাবেক’ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ১৫ নভেম্বর অথবা ১৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবেন তিনি।
জানা গেছে, শ্রীলঙ্কান এই কোচকে সিদ্ধান্ত বদলের জন্য অনুরোধ করবে বিসিবি। তাতে হাথুরুসিংহে রাজি না হলে অন্তত আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত থাকতে বলবেন বিসিবি কর্তারা।
গত বৃহস্পতিবার হুট করেই পদত্যাগের ঘোষণা দেন হাথুরুসিংহে। কাগজে-কলমে কিংবা পরিসংখ্যানের বিচারে তিনিই দেশের সর্বকালের সেরা কোচ। তার অধীনে জাতীয় দল পেয়েছে অবিস্মরণীয় সাফল্য।
হাথুরুসিংহের সাথে বিসিবির চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। সেই হিসেবে আরও বছর দেড়েক বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা তার। কিন্তু তার আগেই বাংলাদেশ পর্বকে বিদায় বলে দিয়েছেন হাথুরুসিংহে।
দৈনিক দেশজনতা/এন এইচ