১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

চট্টগ্রামে বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিবেদক:

চট্টগ্রামের হাটহাজারীতে বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার কুয়াইশ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরেক ছাত্র আহত হয়। নিহতরা হলেন- আরফা আবেদীন খান (১৮) ও নিলয় সরকার (১৮)। দুইজনই কুয়াইশ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

হাটহাজারী থানার মদুনা ঘাট ফাঁড়ির পরিদর্শক আরিফুর রহমান জানান, কাপ্তাই থেকে চট্টগ্রামের দিকে আসা একটি বাস বিপরীতমুখী একটি প্রাইভেট কারকে সাইড দিতে গিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়।“শিক্ষার্থীরা ওই সময় পরীক্ষা শেষ করে পার হওয়ার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক জানান, আরফা ও নিলয় মারা গেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৯:০৪ অপরাহ্ণ