২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫২

শক্তিশালী ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে মঙ্গলবার শক্তিশালী ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের যুবারা।চলতি টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এটি টানা তৃতীয় জয়। এর আগে নেপাল ও মালয়েশিয়াকে পরাজিত করে সাইফ হাসানের দল।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের রয়্যাল সেলানগর ক্লাব মাঠে বৃষ্টির কারণে ৩২ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে ভারত অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

বাংলাদেশ যুব দলের হয়ে ৭৭ বলে সর্বোচ্চ ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন পিনাক ঘোষ। নাঈম শেখ ৪৪ বলে করেন ৩৮ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩২ বলে ৪৮ রান করেন হৃদয়।

এর আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বেশ চাপের মুখে পড়ে যায় ভারত। এরপর সালমান খান, দর্শন নালকান্দে এবং শিবা সিংয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পায় টিম ইন্ডিয়ার যুবারা।ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সালমান খান ৩৮ বলে ৩৯, দর্শন ১৩ এবং শিবা করেন ১৭ রান।

বাংলাদেশের হয়ে রবিউল সর্বোচ্চ তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন আফিফ ও নাঈম।

প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়া বাংলাদেশ রোমাঞ্চকর লড়াই শেষে ২ উইকেটের জয় পায়। আগের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে সাইফদের জয়টি ২৬২ রানের বড় ব্যবধানের।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৫:২০ অপরাহ্ণ