১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১১

সবুজ ছায়ার শুভেচ্ছা দূত হলেন অপু

নিজস্ব প্রতিবেদক:

আবারও একটি খ্যাতনামা কোম্পানির শূভেচ্ছা দূত হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সবুজ ছায়া হাউজিং গ্রুপ তাদের কোম্পানির শুভেচ্ছা দূত হিসেবে অপুর নাম ঘোষণা করেছে। সোমবার রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সবুজ ছায়া গ্রুপের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে চুক্তিবদ্ধ  হন নায়িকা। চুক্তি অনুযায়ী সবুজ ছায়া হাউজিংয়ের প্রচারে বেশ কিছু ফটোশুট কার্যক্রমেও অংশ নেন তিনি।

এ ব্যাপারে অপু বলেন, ‘প্রতিষ্ঠানটি আমাকে তাদের শুভেচ্ছা দূত করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। তাদের প্রস্তাবের ধরণ,  আমার প্রতি তাদের সম্মান দেখে আমি মুগ্ধ হয়েছি। তাই আনন্দ নিয়েই এই দায়িত্ব পালন করতে যাচ্ছি।’তবে কোনো টিভিসি নির্মাণ হবে না বলেও নিশ্চিত করেন তিনি।

এর আগে নাভানা গ্রুপের বেশ কিছু পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন অপু। পাশাপাশি দুটি ছবিতেও সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া কয়েকটি পণ্যের বিজ্ঞাপনে কাজ করেও প্রশংসিত হয়েছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৩:২৭ অপরাহ্ণ