আন্তর্জাতিক ডেস্ক:
প্রশান্ত মহাসাগরে মহড়া দিয়েছে তিনটি মার্কিন নৌ যুদ্ধজাহাজ। এই প্রথম বড় তিনটি যুদ্ধজাহাজ এ মহাসাগরে নৌ মহড়ায় অংশ নিলো। ইউএসএস রোনাল্ড রিগ্যান, ইউএস থিওডোর রুজভেল্ট এবং ইউএসএস নিমিটিজ মহড়ায় অংশ নেয়। জানা গেছে, উত্তর কোরিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার কাছে যুদ্ধজাহাজগুলো অংশ নেয় মহড়ায়। আর এতে উত্তর কোরিয়া বলছে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের হুমকি সৃষ্টি করছে। জাতিসংঘে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জে সং ন্যাম সংস্থাটির মহাসচিবের কাছে চিঠি পাঠিয়ে বলেছেন, এর মাধ্যমে কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধের হুমকি সৃষ্টি করা হচ্ছে। সিএনএন।
দৈনিকদেশজনতা/ আই সি