২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৫১

নিহত মায়ের হাত-পা বাঁধা, পাশে নিথর শিশুকন্যা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ঘরের ভেতর থেকে মা- মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের ঘোড়াদিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। নিহতরা হলেন— জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের কবির হোসেনের স্ত্রী রাজিয়া বেগম (৩০) ও তার মেয়ে সাদিয়া বেগম (৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল থেকে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশিদের সন্দেহ হয়। তারা ঘরের ভেতর ঢুকে দেখে মেঝেতে রাজিয়া বেগমের ও বিছানায় মেয়ে সাদিয়া বেগমের লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী জানায়, রাজিয়া বেগম অন্ধ। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। আর স্বামী কবির হোসেন রিকশাচালক। মাদকাসক্ত কবির টাকার জন্য অন্ধ স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন। নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক তাপস চন্দ্র জানান, নিহতদের গলায় হাতের ছাপ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এই মা-মেয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ স্বামীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ৩:২০ অপরাহ্ণ