২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১৯

দেশে উবারের বাইক সেবা চালু

নিজস্ব প্রতিবেদক:

অ্যাপের মাধ্যমে মোটরসাইকেল রাইড শেয়ারিং সেবা চালু করলো যু্ক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান উবার। মঙ্গলবার থেকে উবার মটো নামে ঢাকায় এই সেবা চালু করা হয়েছে।  উবার মটোতে বেস ফেয়ার রাখা হয়েছে ৩০ টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া গুণতে হবে ১২ টাকা। এছাড়াও প্রতিমিনিটের জন্য এক টাকা হারে ভাড়া দিতে হবে।

এদিকে দেশে আগে থেকে চালু থাকা পাঠাও-এর বাইক সার্ভিসের ভাড়ার চেয়ে উবার মটোতে ভাড়া বেশি নির্ধারণ করা হয়েছে। পাঠাওতে বেজ ফেয়ার ২০ টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া ১০ টাকা।

উবারের মোটরসাইকেল সেবাটি উবারের ট্যাক্সি সেবার একই অ্যাপে পাওয়া যাবে। কোথা হতে উঠবেন আর কোথায় যাবেন অ্যাপে সে তথ্য জানাতেই  প্রিমিয়ার, উবার এক্স টাক্সি সেবার আইকনের বাম পাশে ভাড়াসহ মোটো আইকন দেখাবে। যাত্রা নিশ্চিত করতে ‘কনফার্ম মটো’ অপশন ক্লিক করে বাইক ডাকতে হবে।

আসলে উবার ট্যাক্সি সেবার মতোই অ্যাপে মটোর ব্যবহার ফিচারগুলো দেয়া হয়েছে।সেবাটির উদ্বোধনী  উপলক্ষ্যে সপ্তাহজুড়ে গ্রাহক ও পার্টনারদের বিভিন্ন অফার ও উপহার ঘোষণা করেছে উবার। অ্যাপের মাধ্যমে ট্যাক্সি সেবা নিয়ে কোম্পানিটি ঢাকায় যাত্রা শুরু করে ২০১৬ সালের ২২ নভেম্বর। প্রায় ১ বছরে ঢাকায় ট্যাক্সি সেবাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ২:৫২ অপরাহ্ণ