১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

ফরহাদ মজহার দম্পতির বিরুদ্ধে মামলার আবেদন পুলিশের

নিজস্ব প্রতিবেদক:

লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করার প্রমাণ পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ কারণে পুলিশ ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আখতারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলার আবেদন করেছে। আজ মঙ্গলবার আদালতে মোহাম্মদপুর থানার জিআর (সাধারণ নিবন্ধন) শাখায় ফরহাদ মজহার অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন এ মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম। এ সময় তিনি ফরহাদ মজহার দম্পতির বিরুদ্ধে প্রসিকিউশন মামলারও আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, আগামী ৭ ডিসেম্বর ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই ভোর ৫টার দিকে বাসার সামনে থেকে কে বা কারা ফরহাদ মজহারকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের আধা ঘণ্টা পর ফরহাদ মজহারের ফোন থেকে তার স্ত্রী ফরিদা আখতারের কাছে কল আসে। এ সময় ফরহাদ মজহার বলেন, ‘আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ এর পর তার স্বজনরা আদাবর থানায় এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করলে অনুসন্ধানে নামে পুলিশ। টানা ১৮ ঘণ্টা ‘নিখোঁজ’ রহস্যের পর ওই দিন রাতেই ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করে র‌্যাব। ওই সময় তিনি হানিফ পরিবহনের একটি বাসে খুলনা থেকে ঢাকা যাচ্ছিলেন।
ফরহাদ মজহার নিখোঁজ বিষয়ে তার স্ত্রীর  করা জিডি মামলা আকারে নেয়া হয়। এতে ভিকটিম হিসেবে ফরহাদ মজহার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দি শেষে নিজ জিম্মায় বাসায় ফেরার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ২:২৭ অপরাহ্ণ