২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ অস্বীকার মিয়ানমার সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা, তাদের গ্রাম জ্বালিয়ে দেওয়া, রোহিঙ্গা নারীদের ধর্ষণ, ভয়াবহ লুটপাট ও সীমাহীন নির্যাতনের সব অভিযোগই অস্বীকার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনোটিতেই সেনাবাহিনী জড়িত নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মিয়ানমার সেনাবাহিনীর এই প্রতিবেদন পরিকল্পিত ‘ধবলধোলাই’। রাখাইনে জাতিসংঘের বিভিন্ন স্তরের পর্যবেক্ষণ ও তদন্ত দলকে প্রবেশের অনুমতি দিতে মিয়ানমারের ওপর আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক প্রতিবেদক জোনাথন হেড রাখাইন সফর শেষে যে প্রতিবেদন করেছিলেন, তাতে সেনবাহিনীর বর্বর নির্যাতনের তথ্য ও চিত্র উঠে এসেছিল। নিরাপত্তা বাহিনীর সামনে স্থানীয় বৌদ্ধরা রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে- এমন চিত্রও পেয়েছিলন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৭ ২:১৩ অপরাহ্ণ