১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান। সোমবার বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন উপাচার্য হিসেবে প্রফেসর ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমানের  নিয়োগের বিষয়টি অনুমোদন করেছেন।

প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান রাজশাহী বিশ্বাবিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর করেন সমাজবিজ্ঞান বিষয়ে। এরপর তিনি রুরাল সোসিওলজির উপর এমএ করেন ফিলিপাইন থেকে। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্বনামধন্য শিক্ষক প্রফেসর ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান নিয়োগ পাওয়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী তাকে অভিনন্দন জানিয়েছেন।

আদেশে বলা হয়, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপ-উপাচার্য পদে তার বর্তমান পদের সমান বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন। বিশ্বাবিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

এর আগে, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন অধ্যাপক ড. মোহিত উল আলম। ২০১৩ সালের ১৩ আগস্ট দায়িত্ব নেওয়ার পর এ বছরের ১২ আগস্ট তার উপাচার্যের মেয়াদ শেষ হয়। এর পর থেকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ এম এম শামসুর রহমান

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ৬:৫৫ অপরাহ্ণ