১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০০

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২১ জেলা বিদ্যুৎবিহীন

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়।

মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রধান প্রকৌশলী হাসান আলী তালুকদার।

তিনি জানান, ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রটি যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২১টি জেলা বিদ্যুৎবিহীন রয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগেরও কয়েকটি জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কেন্দ্রে যোগাযোগ করা হয়েছে।

ঘণ্টাখানেকের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রকাশ :মে ২, ২০১৭ ২:৫৮ অপরাহ্ণ