১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে শিয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- শিয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের আড়াই বছরের মেয়ে মরিয়া এবং তার চাচাতো ভাই আসাদুল ইসলামের মেয়ে তামান্না।

স্থানীয়রা জানান, পাট জাগ দেয়ার জন্য তাদের বাড়ির পাশে একটি গর্ত রয়েছে। সোমবার সকালের দিকে মরিয়া ও তামান্না ওই গর্তে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা ওই গর্ত নেমে সকাল ৯টার দিকে দুইজনের লাশ উদ্ধার করে।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ২:১৭ অপরাহ্ণ