১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০০

গণতন্ত্রের পথে ফিরে আসুন: আ.লীগকে আমির খসরু

নিজস্ব প্রতিবেদক:

সরকারকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ আয়োজিত ‘৭ নভেম্বরের চেতনা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, গণতন্ত্রের পথে ফিরে এসে আপনারা নিরপেক্ষ নির্বাচন দেন। সেই নির্বাচনে আপনার জয়ী বা পরাজিত হন সেটি বড় বিষয় নয়, আমরা চাই আপনারা রাজনৈতিক অঙ্গণে থাকেন।

তিনি বলেন, আপনারা জোর করে যদি ক্ষমতায় আসেন, তারপর যদি আপনাদের বিদায় নিতে হয়, তাহলে রাজনৈতিক অঙ্গণে আপনাদের ফিরে আসতে অনেক সময় লেগে যাবে। এর আগেও এ ধরনের কাজ করে আপনারা বহুবছর রাজনীতিক অঙ্গণের বাইরে ছিলেন। আমরা চাই না আপনারা রাজনীতির বাইরে থাকেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ২:১১ অপরাহ্ণ