২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১৩

১৩৩ পৌর-ইউপি-উপজেলায় ভোট ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৮ ডিসেম্বর দেশের ১৩৩টি পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সাধারণ ও উপ-নির্বাচনের ভোট গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ নভেম্বর, বাছাই ২৮ ও ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৭ ডিসেম্বর। ভোট অনুষ্ঠান ২৮ ডিসেম্বর।

রবিবার (১২ নভেম্বর) মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনের তফসিল ঘোষণার জন্যে নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানান ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান।

তিনি বলেন, ‘বিভিন্ন পদে সাধারণ ও উপনির্বাচনের ভোটের তারিখ কেন্দ্রীয়ভাবে অনুমোদন করেছে ইসি। এখন সংশ্লিষ্ট স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে রিটার্নিং অফিসার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করবে।’

তিনি আরও বলেন, ‘১৩৩টি এলাকায় নির্বাচনের মধ্যে ৪টি পৌরসভায় সাধারণ, ৩টি পৌরসভায় উপনির্বাচন, ৩৪ ইউপিতে সাধারণ ও ৯১ ইউপিতে উপনির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হবে।’

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ৬:৩৮ অপরাহ্ণ