১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

কিশোর কুমারের চরিত্রে প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক:

ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমার। এবার তার জীবনী নিয়ে ছবি নির্মাণে হাত দিয়েছেন ওপার বাংলার নির্মাতা কৌশিক গাঙ্গুলী। আর এই ছবিতে কিশোর কুমারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন টলিউডের সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

নির্মাতা কৌশিক গাঙ্গুলী এই ছবির নাম দিয়েছেন ‘কিশোর কুমার জুনিয়র’। ছবিটিতে প্রসেনজিতের বিপরীতে আছেন অপরাজিতা আঢ‍্য, তাকে দেখা যাবে জুনিয়র কিশোর কুমারের স্ত্রীর ভূমিকায়। ‘কিশোর কুমার জুনিয়র’ ছবির সংগীত পরিচালনায় আছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। আগামী বছরের মার্চ মাস থেকে শুরু হবে এই ছবির শুটিং।

এই ছবির প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘আজকের প্রসেনজিৎ হয়ে ওঠার পেছনে কিশোর কুমার অনেক বড় প্রেরণা হিসেবে কাজ করেছেন। তারই চরিত্রে অভিনয় করতে পারা আমার দীর্ঘ ক্যারিয়ারে অন্যতম পাওয়া। এই ছবিতে কিশোর কুমারের জীবনে উত্থান পতন, ঝড়-ঝাঁপটা সবকিছুই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হবে।’

গত বৃহস্পতিবার (০৯ নভেম্বর) কলকাতায় এই ছবির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রসেনজিৎ জানান, তিনি কিশোর কুমারকে ফুটিয়ে তোলার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য তিনি তার সবটুকু চেষ্টা চালিয়ে যাবেন বলেও তিনি জানান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ৫:৫৭ অপরাহ্ণ